যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, যা বলছে রাশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১০
চীনের সামরিক কুচকাওয়াজে পুতিন, শি জিনপিং ও কিম জং উন। ছবি : রয়টার্স

রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এক ক্রেমলিনের পররাষ্ট্র নীতি সহকারী ইউরি উশাকভ বলেন, ষড়যন্ত্র করা তো দূরের বিষয়, এ নিয়ে কেউ চিন্তাও করেননি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বিজ্ঞাপন

এর প্রতিক্রিয়ায় ইউরি উশাকভ বলেন, ট্রাম্প সম্ভবত বিদ্রূপাত্মক কথা বলছেন।

তিনি বলেন, ‘কেউ ষড়যন্ত্র করেনি, কোনো ষড়যন্ত্র হয়নি। এই তিন নেতার কারো এমন চিন্তাভাবনা নেই।’

উশাকভ আরো বলেন, ‘আমি বলতে পারি যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান প্রশাসন এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভূমিকা পালন করছেন তা সকলেই জানেন।’

আজ বুধবার বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়ে বলেন, শান্তি অথবা যুদ্ধের মধ্যে যেকোন একটিকে বেছে নেওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্ব।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি মহা আড়ম্বরে উদযাপন করছে চীন। এ উপলক্ষে বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে সামরিক শক্তি প্রদর্শন করেছে দেশটি। এতে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনসহ ২৬টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা।

এই সামরিক প্যারেডের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চীন। স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যে কোনো দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা আছে বেজিংয়ের।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত