আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিডনিতে বন্দুকধারীকে যেভাবে নিরস্ত্র করে নায়ক হয়ে উঠলেন আহমেদ

আমার দেশ অনলাইন
সিডনিতে বন্দুকধারীকে যেভাবে নিরস্ত্র করে নায়ক হয়ে উঠলেন আহমেদ
সিডনিতে বন্দুকধারীর পিছন থেকে জাপটে ধরছেন আহমেদ আল আহমেদ। ছবি: সংগৃহীত।।

সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হনুক্কা অনুষ্ঠানে মারাত্মক হামলার সময় একজন সশস্ত্র ব্যক্তিকে মোকাবিলা ও নিরস্ত্র করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জীবন ঝুঁকি নিয়ে এগিয়ে আসা ওই ব্যক্তির নাম আহমেদ আল-আহমেদ বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম।

ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরা একটি গাড়ি পার্কিংয়ে আল-আহমেদ রাইফেল হাতে কালো শার্ট পরা এক ব্যক্তির দিকে ছুটে যাচ্ছেন। তিনি সন্দেহভাজন ব্যক্তিকে পেছন থেকে আক্রমণ করে তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নিয়ে তার দিকে তাক করছেন। ভিডিওটিতে আরো দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিটি হোঁচট খেয়ে পিছনের দিকে একটি সেতুর দিকে যাচ্ছে যেখানে অন্য একজন বন্দুকধারী ছিল, আর আল-আহমেদ রাইফেলটি মাটিতে রাখে দেন।

বিজ্ঞাপন

ফুটেজটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে, আল-আহমেদের সাহসিকতার জন্য ব্যাপক প্রশংসা কুড়ে, অনেকেই বলছেন যে তার হস্তক্ষেপ সম্ভবত আরও রক্তপাত রোধ করেছে।

রোববারের ওই হামলায় ১১ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর থেকে আল-আহমেদকে একজন বীর হিসেবে প্রশংসা করা হচ্ছে, অনেকেই বলছেন যে তার এমন কাজ অনেকের জীবন বাঁচিয়েছে।

অস্ট্রেলিয়ান সংবাদ ওয়েবসাইট নিউজডটকমডটএইউ জানিয়েছে, ৪৩ বছর বয়সি আল-আহমেদ সিডনির স্থানীয় বাসিন্দা এবং তার একটি ফলের দোকান রয়েছে। আহমেদের এক আত্মীয় জানিয়েছেন যে, ঘটনার সময় দুই সন্তানের বাবা আহমাদকে দুবার গুলি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন