আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিনল্যান্ডে বলপ্রয়োগের ইঙ্গিত দিলেন ট্রাম্প, ডেনমার্কের উদ্বেগ

আমার দেশ অনলাইন

গ্রিনল্যান্ডে বলপ্রয়োগের ইঙ্গিত দিলেন ট্রাম্প, ডেনমার্কের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গ্রিনল্যান্ড নিয়ে বলপ্রয়োগের ইঙ্গিত দিয়েছেন। স্বায়ত্তশাসিত এই আর্কটিক দ্বীপের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব কার্যত উপেক্ষা করে ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা করব—তারা পছন্দ করুক বা না করুক।” খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসে তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, তিনি গ্রিনল্যান্ড নিয়ে একটি চুক্তি করতে চান “সহজ পথে”, কিন্তু সহজ পথে না হলে “কঠিন পথে” যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, খনিজসম্পদে সমৃদ্ধ এই দ্বীপের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাম্প বলেন, “আমরা রাশিয়া বা চীনকে গ্রিনল্যান্ড দখল করতে দেব না। আমরা যদি না করি, তারা সেটাই করবে।”

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থাকলেও, দ্বীপটির ওপর আনুষ্ঠানিক কোনো দেশের দাবি নেই। ট্রাম্পের হুমকিতে ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় মিত্ররা বিস্ময় প্রকাশ করেছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, ‘গ্রিনল্যান্ডে আগ্রাসন হলে সবকিছুর অবসান ঘটবে—এর মধ্যে ন্যাটো ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নিরাপত্তাকাঠামোও অন্তর্ভুক্ত।’

তবে ট্রাম্প বলেন, ‘ডেনমার্কের প্রতিও আমি অনুরাগী। সত্যি বলতে, তারা আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছে। কিন্তু ৫০০ বছর আগে সেখানে তাদের একটি নৌকা ভিড়েছিল—এটাই তো প্রমাণ নয় যে তারা ওই ভূমির মালিক।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...