
আমার দেশ অনলাইন

ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠাতে ন্যাটো প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। রাশিয়ার অব্যাহত হামলা থেকে ইউক্রেন যাতে আত্মরক্ষা করতে পারে, সেজন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ মার্কিন অস্ত্র সরবরাহ করতে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের তিন দেশ। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে; যার খরচ পরিশোধ করবে ইউরোপীয় মিত্ররা। তবে এটি কীভাবে করা হবে তা তিনি উল্লেখ করেননি।
এক বিবৃতিতে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে ও স্যান্ডভিক বলেছেন, ‘এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন ইউক্রেন দ্রুত তার প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম পায়। সেইসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষায় ন্যাটো সহযোগিতা জোরদার করা হবে এবং ইউক্রেনের শর্ত অনুযায়ী শান্তি নিশ্চিত করা হবে।’
ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন জানান, তহবিল খুব শিগগিরই পাওয়া যাবে। ডেনমার্ক পরবর্তীতে আরো অর্থ সরবরাহ করতে পারে বলেও জানান তিনি।
পরিকল্পনা অনুযায়ী এই বরাদ্দে ডেনমার্কের অংশ প্রায় ৯০ মিলিয়ন ডলার। আর নরওয়ে বলেছে, তারা প্রায় ১৪৬ মিলিয়ন ডলার দেবে।
সুইডেন জানিয়েছে, প্যাকেজে ২৭৫ মিলিয়ন ডলার প্রদান করবে তারা, যার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং ট্যাঙ্ক-বিরোধী অস্ত্রশস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
ন্যাটো জানিয়েছে, অগ্রাধিকারপ্রাপ্ত ইউক্রেনের প্রয়োজনীয়তা তালিকা (পিইউআরএল) বিবেচনায় উদ্যোগের সমন্বয় করবে তারা, যা জোটের ইউরোপীয় সদস্য এবং কানাডার অর্থায়নে পরিচালিত হচ্ছে।
ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনতে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দেশ তিনটিকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট।
আরএ

ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠাতে ন্যাটো প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। রাশিয়ার অব্যাহত হামলা থেকে ইউক্রেন যাতে আত্মরক্ষা করতে পারে, সেজন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ মার্কিন অস্ত্র সরবরাহ করতে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের তিন দেশ। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে; যার খরচ পরিশোধ করবে ইউরোপীয় মিত্ররা। তবে এটি কীভাবে করা হবে তা তিনি উল্লেখ করেননি।
এক বিবৃতিতে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে ও স্যান্ডভিক বলেছেন, ‘এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন ইউক্রেন দ্রুত তার প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম পায়। সেইসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষায় ন্যাটো সহযোগিতা জোরদার করা হবে এবং ইউক্রেনের শর্ত অনুযায়ী শান্তি নিশ্চিত করা হবে।’
ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন জানান, তহবিল খুব শিগগিরই পাওয়া যাবে। ডেনমার্ক পরবর্তীতে আরো অর্থ সরবরাহ করতে পারে বলেও জানান তিনি।
পরিকল্পনা অনুযায়ী এই বরাদ্দে ডেনমার্কের অংশ প্রায় ৯০ মিলিয়ন ডলার। আর নরওয়ে বলেছে, তারা প্রায় ১৪৬ মিলিয়ন ডলার দেবে।
সুইডেন জানিয়েছে, প্যাকেজে ২৭৫ মিলিয়ন ডলার প্রদান করবে তারা, যার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং ট্যাঙ্ক-বিরোধী অস্ত্রশস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
ন্যাটো জানিয়েছে, অগ্রাধিকারপ্রাপ্ত ইউক্রেনের প্রয়োজনীয়তা তালিকা (পিইউআরএল) বিবেচনায় উদ্যোগের সমন্বয় করবে তারা, যা জোটের ইউরোপীয় সদস্য এবং কানাডার অর্থায়নে পরিচালিত হচ্ছে।
ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনতে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দেশ তিনটিকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট।
আরএ

গাজার সুরঙ্গগুলোতে আটকা পড়া প্রায় ২০০ বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে তুরস্ক। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর একথা জানিয়েছে। এরআগে হামাস জানায়, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন রাফাহ এলাকার তাদের যোদ্ধারা আত্মসমর্পণ করবে না।
১ ঘণ্টা আগে
ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় ৩১ জন বন্দি নিহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনের শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে দেশটির কারা কর্তৃপক্ষ একথা জানায়। তবে বন্দিদের কিভাবে মৃত্যু হয়েছে সে সম্পর্কে অন্য কোনো বিবরণ দেয়া হয়নি।
২ ঘণ্টা আগে
প্রত্যেক মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক থেকে পাওয়া রাজস্ব থেকে এই অর্থ দেয়া হবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।
২ ঘণ্টা আগে
ইসরাইলের একটি ভূগর্ভস্থ কারাগারে অনেক ফিলিস্তিনিকে আটকে রাখা হয়েছে। রাকেফেত নামে এই কারাগারে সূর্যের আলো পৌঁছায় না। পর্যাপ্ত খাবার দেয়া হয় না বন্দিদের। এমনকি পরিবার বা বহির্বিশ্বের খবরও তাদের দেয়া হয় না।
৩ ঘণ্টা আগে