আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি

আমার দেশ অনলাইন

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
ছবি: সংগৃহীত

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। কারণ হিসেবে তিনি বলেন, ভারতের সংবিধান সব সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দেয়।

তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তারা এই বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, ওয়াইসি অর্ধসত্য উপস্থাপন করছেন, কারণ মুসলিম অনেক নারীই হিজাব পরার বিরোধী।

বিজ্ঞাপন

শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনি সমাবেশে ওয়াইসি বলেন, ‘পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, শুধু একটি ধর্মের ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু ড. বাবাসাহেব আম্বেদকরের লেখা ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি মেয়রও হতে পারেন।’

তিনি আরো বলেন, ‘সর্বশক্তিমানের রহমতে এমন দিন আসবে, যখন আমি বা বর্তমান প্রজন্ম কেউই থাকব না, কিন্তু হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।’

ওয়াইসি বলেন, ‘আমি নিশ্চিত যে সেই দিন অবশ্যই আসবে...আপনারা (বিজেপি) মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছেন, তা বেশি দিন টিকবে না।’

সূত্র: দ্য হিন্দু

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...