ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ট্রেনে ভয়াবহ আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রাত ১টা ৪৫ মিনিটে টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগে। ঘটনাটি ঘটে বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামঞ্চিলিতে। ট্রেনের যে দুই বগিতে আগুন লাগে তাতে ১৫৮ যাত্রী ছিলেন। খবর এনডিটিভির।
আগুন নেভানোর পর একজনের লাশ পাওয়া যায়। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত দুটি কোচকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের জন্য নতুন কামরা সংযোজন করা হয় অন্য স্টেশনে।
পুলিশ কর্মকর্তা জানান, এই দুই কোচে আগুন লাগার কারণ নির্ণয়ের জন্য দুটি ফরেনসিক দল কাজ করছে। এই দুর্ঘটনার জেরে বিজওয়াড়া এবং বিশাখাপত্তনম রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। তবে পরিষেবা স্বাভাবিক রাখতে রেলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত