বাংলাদেশে পুশ-ইনের ভয়ে ভারতে ৯৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬: ৪২

ভারতের কলকাতার বীরভূম জেলার ইলামবাজারে বৃহস্পতিবার ৯৫ বছর বয়সী ক্ষিতিশ মজুমদার নামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবার দাবি করেছে, তিনি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা ও ভোটার তালিকা নিয়ে উদ্বেগের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই আত্মহত্যা করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃদ্ধের নাতনি নির্মলা জানান, “আমার দাদার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। তিনি বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে ভীত ছিলেন। এই বয়সে যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কী হবে তা ভেবে তিনি আতঙ্কিত ছিলেন।”

পুলিশ জানিয়েছে, “আমরা জানতে পেরেছি যে এসআইআর নিয়ে আতঙ্কই আত্মহত্যার কারণ। তবে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

এটি এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গে ঘটেছে তৃতীয় অনুরূপ ঘটনা। মঙ্গলবার ৫৭ বছর বয়সী প্রদীপ করের ঝুলন্ত দেহ পাওয়া যায়, এবং তার ডায়েরিতে লেখা ছিল এনআরসি-সংক্রান্ত উদ্বেগ। বুধবার কোচবিহারে ৭০ বছর বয়সী এক কৃষকও ভোটার তালিকায় নাম না থাকার ভয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, তারা ভোটার তালিকা এবং এসআইআরকে কেন্দ্র করে মানসিকভাবে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত