ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন পাকিস্তান জামায়াতের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৭

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই অভিনন্দন জানায় পাকিস্তান জামায়াত।

বুধবার পাকিস্তান জামায়াতের অভিনন্দন বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলে বিজয় অর্জনে ইসলামী ছাত্রশিবিরকে (ইসলামি জামিয়াতে তালাবা) প্রাণঢালা অভিনন্দন।’

বিজ্ঞাপন

Pakistan Jamaat

পাকিস্তান জামায়াতের বিবৃতিতে বলা হয়, ‘এই সাফল্য বাংলাদেশে নির্মাণ ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা প্রমাণ করবে, জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবকদের ভূমিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর হবে। ইনশা আল্লাহ।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত