ওড়িশায় ব্যাপক সংঘর্ষে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬: ১৯

ভারতের ওড়িশার কটক শহরে দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রোববার সন্ধ্যায় আরোপ করা এ কারফিউ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বহাল থাকবে। খবর দ্য হিন্দুর।

বিজ্ঞাপন

গত শুক্রবার রাতে কটকের দরগাবাজার এলাকায় শোভাযাত্রার সময় উচ্চশব্দের সংগীতকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।

এ ঘটনায় ডেপুটি কমিশনারসহ কয়েকজন আহত হন। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং আরো অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

গত শনিবার রাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেল র‌্যালি বের করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। র‌্যালি চলাকালে কিছু দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।

প্রশাসন রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা, সিডিএ ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও এ সময়ে ব্যবহার করা যাবে না।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, কটকের শান্তি কিছু দুষ্কৃতকারীর কারণে বিঘ্নিত হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত