আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনার অবস্থান ও ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে যা বলল ভারত

আমার দেশ অনলাইন

হাসিনার অবস্থান ও ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে যা বলল ভারত
ছবি: এনডিটিভি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, ‘এটি ভিন্ন বিষয়। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন। সেই পরিস্থিতিই তার ভবিষ্যত নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। আমি আবারো বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে।’

বিজ্ঞাপন

নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ওপর জোর দিয়ে জয়শঙ্কর প্রতিবেশী দেশটিতে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার প্রতি ভারতের অবস্থানের ওপর জোর দেন।

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশাবাদ জানান জয়শঙ্কর। তিনি বলেন, ‘যতদূর আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায়, যেকোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলণ ঘটুক।

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...