যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকার প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ বিক্ষোভ সমাবেশ হয়। হামলা অব্যাহত রাখায় এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়ায় ইসরাইলের নিন্দা জানান তারা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
বিক্ষোভকারীরা স্টকহোমের মধ্যভাগে ওডেনপ্ল্যান স্কয়ারে জড়ো হন। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তারা। হামলা অব্যাহত রাখায় এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়ায় ইসরাইলের নিন্দা জানান বিক্ষোভকারীরা।
ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’ এবং ‘গণহত্যাকে না বলুন’ লেখা প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা ইসরাইলের ওপর ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানায়।
সমাবেশে অংশগ্রহণকারী একজন ইহুদি কর্মী ড্রর ফেইলার বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির কথা বলা হলেও, পরিস্থিতি ভিন্ন।
তিনি বলেন, ‘গাজায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে জাতিগত নির্মূল অভিযান অব্যাহত রয়েছে।’
ফেইলার আরো বলেন যে পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের ওপর ইহুদী বসতি স্থাপনকারীদের আক্রমণ বন্ধ করতেই শুধু ব্যর্থ হচ্ছে হচ্ছে তাই নয়, বরং তারা নিজেরাও এরসঙ্গে জড়িত।
তিনি বলেন, ‘আমাদের সরকার অস্ত্র কেনাবেচা অব্যাহত রেখেছে। তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরাইলকে সমর্থন করে চলেছে... এটা অগ্রহণযোগ্য।’
আরএ


ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় মিত্রদের উদ্বেগ
ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র