দুবাইয়ে মহামূল্যবান গোলাপি হীরা চুরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩: ১৪

গোলাপি হীরা, বিরল এই রত্নটি বিশ্বব্যাপী বেশ দামি। বিরল এই হীরার দাম ২৫ মিলিয়ন ডলার। দামি এই হীরাটি চুরি হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের একটি দোকান থেকে। তিন জনের একটি চোরচক্র বিরল এই রত্নটিকে চুরি করে রাজধানীর বাইরে পাচারের পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যেই চুরির পরিকল্পনা করেছিল তারা। কিন্তু দেশটির পুলিশ বাহিনীর বিচক্ষণতায় হীরা চুরি ঠেকানো সম্ভব হয়। দুবাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপ থেকে হীরাটি নিয়ে দুবাই শহরে আসেন একজন হীরা ব্যবসায়ী। চোরচক্র হীরাটি বিক্রির জন্য এক ধনী ক্রেতাকে দেখানো হবে বলে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিতে ওই ধনী ব্যক্তিকে বিলাসবহুল একটি বাসায় ডেকে নিয়ে আসে অপরাধী চক্রটি। পরে সেখান থেকে যাওয়ার পর হীরাটি চুরি হয়ে যায়। হীরা চোররা এক বছরেরও বেশি সময় ধরে ডাকাতির পরিকল্পনা করছিল। আর পুরো ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট ভাড়া করে চোরচক্র। এক পর্যায়ে তারা রত্নটি যাচাই করার জন্য একজন হীরা বিশেষজ্ঞ নিয়োগ করেন, যাতে বিক্রেতা নিশ্চিত হন যে তারা আসল ক্রেতা।

হীরাটি চুরির পরপরই অভিযানে নামে পুলিশ। আট ঘণ্টা চেষ্টার পর আটক করা হয় তিন জনকে। বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের টিমের প্রচেষ্টা, সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারদের মধ্যে এশীয় নাগরিক রয়েছে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

অভিযুক্তরা জানান, এশিয়ার একটি গন্তব্যে যাওয়ার জন্য ছোট রেফ্রিজারেটরে করে হীরাটি পাচারের পরিকল্পনা করছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

২১ ক্যারেটেরও বেশি ওজনের হীরাটির দাম ২৫ মিলিয়ন ডলার। বিশেষ বৈশিষ্ট্য হিরাটির বিশুদ্ধতা এবং স্বচ্ছতা। এর মতো আরেকটি হীরা খুঁজে পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত