
আন্তর্জাতিক ডেস্ক

গোলাপি হীরা, বিরল এই রত্নটি বিশ্বব্যাপী বেশ দামি। বিরল এই হীরার দাম ২৫ মিলিয়ন ডলার। দামি এই হীরাটি চুরি হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের একটি দোকান থেকে। তিন জনের একটি চোরচক্র বিরল এই রত্নটিকে চুরি করে রাজধানীর বাইরে পাচারের পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যেই চুরির পরিকল্পনা করেছিল তারা। কিন্তু দেশটির পুলিশ বাহিনীর বিচক্ষণতায় হীরা চুরি ঠেকানো সম্ভব হয়। দুবাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপ থেকে হীরাটি নিয়ে দুবাই শহরে আসেন একজন হীরা ব্যবসায়ী। চোরচক্র হীরাটি বিক্রির জন্য এক ধনী ক্রেতাকে দেখানো হবে বলে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিতে ওই ধনী ব্যক্তিকে বিলাসবহুল একটি বাসায় ডেকে নিয়ে আসে অপরাধী চক্রটি। পরে সেখান থেকে যাওয়ার পর হীরাটি চুরি হয়ে যায়। হীরা চোররা এক বছরেরও বেশি সময় ধরে ডাকাতির পরিকল্পনা করছিল। আর পুরো ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট ভাড়া করে চোরচক্র। এক পর্যায়ে তারা রত্নটি যাচাই করার জন্য একজন হীরা বিশেষজ্ঞ নিয়োগ করেন, যাতে বিক্রেতা নিশ্চিত হন যে তারা আসল ক্রেতা।
হীরাটি চুরির পরপরই অভিযানে নামে পুলিশ। আট ঘণ্টা চেষ্টার পর আটক করা হয় তিন জনকে। বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের টিমের প্রচেষ্টা, সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারদের মধ্যে এশীয় নাগরিক রয়েছে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
অভিযুক্তরা জানান, এশিয়ার একটি গন্তব্যে যাওয়ার জন্য ছোট রেফ্রিজারেটরে করে হীরাটি পাচারের পরিকল্পনা করছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
২১ ক্যারেটেরও বেশি ওজনের হীরাটির দাম ২৫ মিলিয়ন ডলার। বিশেষ বৈশিষ্ট্য হিরাটির বিশুদ্ধতা এবং স্বচ্ছতা। এর মতো আরেকটি হীরা খুঁজে পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ।

গোলাপি হীরা, বিরল এই রত্নটি বিশ্বব্যাপী বেশ দামি। বিরল এই হীরার দাম ২৫ মিলিয়ন ডলার। দামি এই হীরাটি চুরি হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের একটি দোকান থেকে। তিন জনের একটি চোরচক্র বিরল এই রত্নটিকে চুরি করে রাজধানীর বাইরে পাচারের পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যেই চুরির পরিকল্পনা করেছিল তারা। কিন্তু দেশটির পুলিশ বাহিনীর বিচক্ষণতায় হীরা চুরি ঠেকানো সম্ভব হয়। দুবাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপ থেকে হীরাটি নিয়ে দুবাই শহরে আসেন একজন হীরা ব্যবসায়ী। চোরচক্র হীরাটি বিক্রির জন্য এক ধনী ক্রেতাকে দেখানো হবে বলে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিতে ওই ধনী ব্যক্তিকে বিলাসবহুল একটি বাসায় ডেকে নিয়ে আসে অপরাধী চক্রটি। পরে সেখান থেকে যাওয়ার পর হীরাটি চুরি হয়ে যায়। হীরা চোররা এক বছরেরও বেশি সময় ধরে ডাকাতির পরিকল্পনা করছিল। আর পুরো ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট ভাড়া করে চোরচক্র। এক পর্যায়ে তারা রত্নটি যাচাই করার জন্য একজন হীরা বিশেষজ্ঞ নিয়োগ করেন, যাতে বিক্রেতা নিশ্চিত হন যে তারা আসল ক্রেতা।
হীরাটি চুরির পরপরই অভিযানে নামে পুলিশ। আট ঘণ্টা চেষ্টার পর আটক করা হয় তিন জনকে। বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের টিমের প্রচেষ্টা, সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারদের মধ্যে এশীয় নাগরিক রয়েছে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
অভিযুক্তরা জানান, এশিয়ার একটি গন্তব্যে যাওয়ার জন্য ছোট রেফ্রিজারেটরে করে হীরাটি পাচারের পরিকল্পনা করছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
২১ ক্যারেটেরও বেশি ওজনের হীরাটির দাম ২৫ মিলিয়ন ডলার। বিশেষ বৈশিষ্ট্য হিরাটির বিশুদ্ধতা এবং স্বচ্ছতা। এর মতো আরেকটি হীরা খুঁজে পাওয়ার সম্ভাবনা মাত্র ০.০১ শতাংশ।

তিন মাসের কম সময়ের মধ্যে তুরস্কের পশ্চিমাঞ্চলে সিনদিরগি শহরে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হয়েছে। এবারের কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
ক্যাথরিন কনলি যখন আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন এই ধাক্কা ডাবলিনের অনেক দূরেও অনুভূত হয়। তবে তার বিজয় কোনও প্রতীকী ইঙ্গিত বা নিয়মিত রাজনৈতিক মাইলফলক ছিল না; বরং এটি ছিল ইউরোপীয় বর্ণনায় ইসরাইলি দৃষ্টিভঙ্গির আনুগত্যের পতন।
৮ ঘণ্টা আগে
হাঙ্গেরির রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সা’র বলেন, “যেসব দেশ গাজায় সেনা পাঠাতে চায়, তাদের অন্তত ইসরাইলের প্রতি ন্যায্যতা থাকতে হবে। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরাইলের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করছে। তাই আমরা তাদের সশস্ত্র বাহিনীকে গাজায় প্রবেশ করতে দেব না—এ বিষয়ে আমরা আমাদের বন্ধু যুক্তরাষ্ট্রকেও
১০ ঘণ্টা আগে
রাফাহর ইয়াসির আবু শাবাব, খান ইউনিসের হুসাম আল-আস্তাল, উত্তরের আশরাফ আল-মানসি ও পূর্ব গাজার রামি হেলস—এই চার গ্যং বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিচ্ছে। এই অঞ্চলগুলো বর্তমানে সম্পূর্ণরূপে জনশূন্য ও ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।
১২ ঘণ্টা আগে