
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমনকি নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন। তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!’
বহুল আলোচিত নির্বাচনের মাত্র কদিন আগে ট্রাম্পের এই সমর্থন এলো। এর আগে রোরবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন।
ট্রাম্প বলেন, ‘আপনার নিউইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে। কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই করছেন।’
জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো। তাদের দুইজনের চেয়েই পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও।
ট্রাম্প নিজেও একজন রিপাবলিকান। যদিও স্লিওয়াকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘কার্টিস স্লিওয়ার পক্ষে ভোট মানে মামদানির পক্ষেই ভোট।’
ফেডারেল তহবিল সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, ‘মামদানি নির্বাচিত হলে, প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ ছাড়া, আমার ফেডারেল তহবিলের অবদান রাখার সম্ভাবনা খুবই কম।’
ট্রাম্প প্রশাসন বারবার ডেমোক্র্যাট-শাসিত এলাকায় অবস্থিত প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান এবং তহবিল হ্রাস করার চেষ্টা করেছে। নিউইয়র্ক সিটি এই অর্থবছরে ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।
রোববার সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এক বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মেয়র মামদানি নিউইয়র্ক সিটির সাবেক বামপন্থি মেয়র বিল ডি ব্লাসিওর মতোই হবেন, চমৎকার দেখাবে। আমি ডি ব্লাসিওকে দেখেছি তিনি কতটা খারাপ মেয়র ছিলেন এবং এই লোকটি ডি ব্লাসিওর চেয়েও খারাপ কাজ করবে।’ সূত্র : বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমনকি নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন। তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!’
বহুল আলোচিত নির্বাচনের মাত্র কদিন আগে ট্রাম্পের এই সমর্থন এলো। এর আগে রোরবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন।
ট্রাম্প বলেন, ‘আপনার নিউইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে। কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই করছেন।’
জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো। তাদের দুইজনের চেয়েই পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও।
ট্রাম্প নিজেও একজন রিপাবলিকান। যদিও স্লিওয়াকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘কার্টিস স্লিওয়ার পক্ষে ভোট মানে মামদানির পক্ষেই ভোট।’
ফেডারেল তহবিল সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, ‘মামদানি নির্বাচিত হলে, প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ ছাড়া, আমার ফেডারেল তহবিলের অবদান রাখার সম্ভাবনা খুবই কম।’
ট্রাম্প প্রশাসন বারবার ডেমোক্র্যাট-শাসিত এলাকায় অবস্থিত প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান এবং তহবিল হ্রাস করার চেষ্টা করেছে। নিউইয়র্ক সিটি এই অর্থবছরে ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।
রোববার সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এক বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মেয়র মামদানি নিউইয়র্ক সিটির সাবেক বামপন্থি মেয়র বিল ডি ব্লাসিওর মতোই হবেন, চমৎকার দেখাবে। আমি ডি ব্লাসিওকে দেখেছি তিনি কতটা খারাপ মেয়র ছিলেন এবং এই লোকটি ডি ব্লাসিওর চেয়েও খারাপ কাজ করবে।’ সূত্র : বিবিসি বাংলা

জয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মেয়র। তার প্রচারণায় গুরুত্ব পেয়েছে সাশ্রয়ী জীবনযাত্রা ও জনকল্যাণমূলক উদ্যোগ, যার মধ্যে রয়েছে ভাড়া স্থগিতকরণ, বিনামূল্যে সর্বজনীন শিশু যত্ন, বিনামূল্যে বাস সেবা এবং সাশ্রয়ী দামে খাদ্য সরবরাহ
৬ মিনিট আগে
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন বা অচলাবস্থা টানা ৩৫তম দিনে গড়িয়েছে। এর মাধ্যমে এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন। এর আগে ২০১৮-২০১৯ সালের শাটডাউন বর্তমান সময়ের মতো দীর্ঘ হয়েছিল। বর্তমান এই অচলাবস্থায় এখন পর্যন্ত অন্তত ৬ লাখ ৭০ হাজার বেসামরিক ফেডারেল কর্মী বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন এবং প
১ ঘণ্টা আগে
জানা যায়, মোট ১২ জন পর্বতারোহীর একটি দল এই অভিযানে অংশ নিয়েছিল। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে হেলিকপ্টারের মাধ্যমে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে—তাদের মধ্যে দুইজন ফরাসি ও দুইজন নেপালি নাগরিক রয়েছেন। অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ড্রিমার্স ডেস্টিনেশন জানিয়েছে, নিহত সাতজনের মরদেহ ..
১ ঘণ্টা আগে
যদিও এর আগে দামেস্ক সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বৃহস্পতিবার বলেছিলেন, যুদ্ধের ফলে দেশের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার কারণে সিরীয়দের ফিরে আসার সম্ভাবনা খুবই সীমিত।
২ ঘণ্টা আগে