গাজামুখী ত্রাণবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৪

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য যুদ্ধজাহাজ জাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন। ইসরাইলের ড্রোন হামলার পর, গাজার দিকে যাত্রী ও ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নিলো দেশ দুটি।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো জানিয়েছেন, ইতিমধ্যে একটি ফ্রিগেট জাহাজ পৌঁছেছে এবং একটি জাহাজ পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, স্পেনও একটি যুদ্ধজাহাজ কার্টাজেনা থেকে রওনা দেবে যাতে অবস্থা অনুযায়ী সাহায্য বা উদ্ধার অভিযান চালানো যেতে পারে।

ফ্লোটিলা আয়োজকরা বলেছে, বুধবার রাতে ড্রোন, বিস্ফোরক এবং যোগাযোগ বিঘ্ন ঘটানো হয়েছে জাহাজগুলোর নিকটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইতালি এই পদক্ষেপকে “মানবিক দায়িত্ব” বলে অভিহিত করেছে এবং স্পেন বলেছে, ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত এবং আমাদের ত্রাণবহরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য গাজার ওপর ইসরাইলের দীর্ঘদিনের একতরফা অবরোধ ভাঙতে সারা পৃথিবী থেকে মানবাধিকার কর্মীরা ছোট ছোট নৌকা ও জাহাজ নিয়ে যাচ্ছেন গাজা উপত্যকার দিকে। তাদের সঙ্গে থাকে অবরুদ্ধ গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও কাপড়চোপড় রয়েছে ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত