আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিন দুই শিশু নিহত: ইউনিসেফ

আমার দেশ অনলাইন

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিন দুই শিশু নিহত: ইউনিসেফ
ছবি সংগৃহীত।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের ওপর প্রাণঘাতী সহিংসতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির মতে, ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, আরও বহু শিশু আহত হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।

বিজ্ঞাপন

পিরেস বলেন, গড়ে প্রতিদিন প্রায় দুই শিশু নিহত হচ্ছে—যা যুদ্ধবিরতির পরেও গাজার মানবিক সংকট কতটা গভীর তা তুলে ধরে।

শিশুদের জন্য গাজা এখনো বিশ্বের অন্যতম বিপজ্জনক এলাকা, যেখানে সহিংসতা, বিস্ফোরক অবশিষ্টাংশ এবং অবিরাম নিরাপত্তাহীনতা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে হুমকির মুখে ফেলছে।

অন্যদিকে বৃহঃস্পতিবার সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত রিপোর্টেজানিয়েছে, গত বছর বিশ্বের রেকর্ড সংখ্যক শিশু মৃত্যু হয়েছে সহিংসতা ও বিষ্ফোরণের কারণে। বিশ্বের যুদ্ধ সহিংসতায় গত বছরে আহত ও নিহত শিশুর সংখ্যা ১২ হাজার। সংস্থাটি জানিয়েছে, ২০০৬ সাল থেকে শুরু হওয়া সংগ্রহ করা তথ্যের মধ্যে এটা ছিল সর্বোচ্চ এবং ২০২০ সালের চেয়েও ৪২% বেশি।

স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয় এবং শিক্ষা—সব ক্ষেত্রেই শিশুরা তীব্র সংকটে ভুগছে। যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা ও সংঘর্ষের বিচ্ছিন্ন ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: আল-জাজারিা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন