পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০: ৩৮
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০: ৩৯
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে পারে তার দেশ। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তিনি হুঁশিয়ারি দেন। তিনি আফগান সরকারের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ করেন। খবর জিও নিউজের

পাকিস্তানে অল্প সময়ের ব্যবধানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানাকে লক্ষ্য করে এবং আরেকটি ইসলামাবাদে।

বিজ্ঞাপন

জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুটি হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে আফগানিস্তানের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এই ধরনের অনুশোচনা আন্তরিকতার প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।

তিনি বলেন, ‘আফগান তালেবানদের আশ্রয়ে থেকে বারবার আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে।’

পাকিস্তানের বিরুদ্ধে হামলার বিষয়ে ভারত ও আফগানিস্তানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেকোনো হামলার সমুচিত জবাব দেয়া হবে।

খাজা আসিফ আরো বলেন, পাকিস্তান কখরো প্রথমে কোনো সামরিক অভিযান শুরু করবে না। তবে হামলা হলে তার কঠোর জবাব দেবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত