আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে ইসরাইলপ্রীতি বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে ইসরাইলপ্রীতি বন্ধের আহ্বান

ইউরোপীয় দেশগুলোর সহযোগী সংস্থা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসকে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চালানো গণহত্যায় সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য। শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, কাজা কালাসকে লেখা এ চিঠি ৩ ডিসেম্বর দেওয়া হয়। চিঠির শিরোনামে বলা হয়, ‘ইইউ : ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যায় তোমার সমর্থন বন্ধ করো।’

বিজ্ঞাপন

এতে আহ্বান জানানো হয়, গণহত্যায় ইসরাইলের সম্পৃক্ততায় দেশটির সঙ্গে সহযোগিতার চুক্তি স্থগিত, অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায়কে সম্মান করা, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকে রক্ষা করা ও আইসিসির ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘৭৮৯ দিনের গণহত্যা ও ৫৮ বছরের অবৈধ দখলদারিত্বের পর, আমরা বিশ্বাস করি ইউরোপীয় পার্লামেন্টের স্পষ্ট বার্তা দেওয়া উচিত, ইউরোপ এখানে সম্পৃক্ত হতে পারে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...