দুর্নীতির অভিযোগ

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৯

ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নিল দ্বীপ রাষ্ট্রটি। শুক্রবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত বছরের শেষের দিকে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের লেনদেনের অভিযোগ ওঠে। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে কোম্পানিটির সঙ্গে করা তার দেশের প্রকল্পগুলো খতিয়ে দেখার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

কলম্বোর মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিশানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা সরকার কেবল বিদ্যুৎ ক্রয়চুক্তিটি বাতিল করেছে। পুরো প্রকল্প বাতিল করেনি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত