চলতি মাসের শেষের দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া বিষয়ে কথা বলবেন নেতানিয়াহু। শনিবার এনবিসি নিউজের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথিত সম্প্রসারণ এবং কেন এই হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে।
এনবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলের কর্মকর্তারা উদ্বিগ্ন, কেননা ইরান জুন মাসে মার্কিন বোমা হামলার পর পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি পুনর্নির্মাণ করছে। তাই তারা নতুন করে ইরানে আক্রমণ চেষ্টার কথা ট্রাম্পের নজরে আনার প্রস্তুতি নিচ্ছেন।
এই বছরের শুরুতে ইরান ও ইসরাইলের মধ্যে প্রায় দুই সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক মাস পর আবার অনেকটা যুদ্ধের ঘোষণা দিল ইসরাইল। ওই সময়ের যুদ্ধে ইসরাইল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করেছে বলে প্রচার করেছিল।
ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মাসের শেষের দিকে ফ্লোরিডায় রাষ্ট্রপতির মার আ লাগো এস্টেটে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে ২৯ ডিসেম্বরের বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এটি ঠিক করিনি, তবে তিনি আমার সাথে দেখা করতে চান।’ ইসরাইলের কর্মকর্তারা ২৯ ডিসেম্বরের বৈঠকের ঘোষণা দিয়েছেন।
ইসরাইলের সরকার এনবিসির কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘে ইরানি মিশন এনবিসির মন্তব্যের কোনো জবাব দেয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

