আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

সুদানের উত্তর কোরদোফান প্রদেশের রাজধানী এল-ওবেইদ শহরে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে । সোমবার এক চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

এক প্রত্যক্ষদর্শী জানান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এল-ওবেইদের শহরকেন্দ্রে একটি বাড়িতে ড্রোন হামলাটি হয়। দীর্ঘ কয়েক মাস ধরে শহরটি ঘিরে রাখার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে দেশটি। বর্তমানে দক্ষিণ কোরদোফান অঞ্চলে সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

এল-ওবেইদ উত্তর কোরদোফান অঞ্চলের প্রধান শহর এবং রাজধানী খার্তুমের সঙ্গে পশ্চিমের বিস্তৃত দারফুর অঞ্চলের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়কপথে অবস্থিত। গত অক্টোবর মাসে দারফুরে সেনাবাহিনী তাদের শেষ বড় অবস্থান হারানোর পর আরএসএফ কোরদোফানজুড়ে অগ্রসর হতে থাকে।

দারফুরে সাফল্যের পর আরএসএফ কোরদোফানে চাপ বাড়িয়ে দেশের কেন্দ্রীয় যোগাযোগ করিডর পুনর্দখলের চেষ্টা করছে এবং স্থানীয় মিত্রদের সহায়তায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একাধিক শহর ঘিরে ফেলছে।

এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে কয়েক লক্ষ মানুষ চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...