ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই অগ্রসর পর্যায়ে রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন, ভোটার তালিকার সিডি প্রস্তুত, ভোটকেন্দ্র নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রম চলছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার ওই এলাকায় কোনো ধরনের ড্রোন ওড়ানো যাবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত পদক্ষেপ নেয়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোন-অপারেটর দল ড্রোনের মাধ্যমে আগুনের উৎস চিহ্নিত করে নিখুঁতভাবে আগুন নিভিয়ে ফেলে। পুরো অভিযানটি চলে মাত্র কয়েক মিনিট, এবং এর ফলে অনুষ্ঠানস্থলে থাকা কেউ হতাহত হয়নি।
ড্রোন হামলার কারণে সোচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা রাসাভিয়াৎসিয়া। তবে কিছুক্ষণ পরই বিমানবন্দরটি চালু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।