রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতেই ২৩৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষার মন্ত্রণালয়ের বরাতে তাস জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় মোট ২৩৫টি ইউক্রেনীয় ড্রোন বিমান (মানবহীন বিমান বা ইউএভি) আটক এবং ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে এসেছে ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে উরিউপিনস্কে একটি তেল ডিপোতে আগুন লেগে যায়।
এদিকে, রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা মস্কো এবং সেন্ট পিটার্সবার্গসহ কমপক্ষে দশটি রাশিয়ান বিমানবন্দরে রাতে অস্থায়ী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
তাসজানিয়েছে, ১৩ ডিসেম্বর মস্কো সময় রাত ৮:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৯৪টি ইউক্রেনীয় ইউএভি বিমান ধ্বংস করে। ১৩ ডিসেম্বর, মস্কো সময় রাত ১১:০০ টা থেকে ১৪ ডিসেম্বর, মস্কো সময় সকাল ৭:০০ টা পর্যন্ত, আরো ১৪১টি ইউক্রেনীয় ইউএভি মানবহীন বিমান আটকানো হয় এবং ধ্বংস করা হয়।

