আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরস্কে রাশিয়ার তৈরি ড্রোন বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

তুরস্কে রাশিয়ার তৈরি ড্রোন বিধ্বস্ত
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কোকায়েলি প্রদেশের কিউবুকলুবালা এলাকায় রাশিয়ার তৈরি একটি মানবহীন ড্রোন বিমান (ইউএভি) পাওয়া গেছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটিকে ওরলান-১০ মডেল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এই ধরনের ড্রোন গোয়েন্দা ও নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ড্রোন ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

টিআরটি ওয়ার্ল্ড স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, ড্রোনটি বুধবার বিধ্বস্ত হয়েছে। তুরস্কের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ড্রোনটিতে ক্ষতির চিহ্ন রয়েছে, তবে এটিকে কি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

এর আগে সোমবার কৃষ্ণ সাগর থেকে তুরস্কের আকাশসীমার ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ একটি ড্রোন প্রবেশ করলে তাকে ভূপাতিত করে তুর্কি। তারপরেই এই ঘটনাটি ঘটে।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কৃষ্ণ সাগরকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘সংঘাতের ক্ষেত্র’ হওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে জাহাজগুলিতে বেশ কয়েকটি হামলার পর তিনি এই অঞ্চলকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে "সংঘাতের ক্ষেত্র" হিসেবে চিহ্নিত করেছেন।

গত সপ্তাহে ইউক্রেনের বন্দর শহর ওডেসার কাছে রাশিয়ার বিমান হামলায় একটি তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। তুর্কমেনিস্তানে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন