আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজ আকাশসীমার কাছে অজ্ঞাত ড্রোন ভূপাতিত করলো তুরস্ক

আমার দেশ অনলাইন
নিজ আকাশসীমার কাছে অজ্ঞাত ড্রোন ভূপাতিত করলো তুরস্ক

কৃষ্ণ সাগরের উপর দিয়ে তুরস্কের আকাশসীমার দিকে আসা একটি অজ্ঞাত চালকবিহীন বিমান (ইউএভি) ভূপাতিত করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, সন্দেহজনক আকাশযানটি সনাক্ত হওয়ার পর ন্যাটো-নিযুক্ত এবং জাতীয়ভাবে নিয়ন্ত্রিত এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্ক মিশনে পাঠানো হয়। পরে নিশ্চিত হওয়া যায় যে এটি একটি নিয়ন্ত্রণহীন ইউএভি। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ড্রোনটিকে আবাসিক এলাকা থেকে দূরে একটি নিরাপদ অঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কৃষ্ণ সাগর অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তুরস্ক আগেই সতর্ক করে দিয়েছে যে ইউক্রেন যুদ্ধ যেন বাণিজ্যিক নৌচলাচল ও আঞ্চলিক বাণিজ্যে ছড়িয়ে না পড়ে।

আঙ্কারা সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল ও জ্বালানি অবকাঠামো রক্ষায় সীমিত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। এ ক্ষেত্রে ২০২২ সালের জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তির উদাহরণ টানা হয়েছে, যা সংঘাতের মধ্যেও কৃষ্ণ সাগরে নিরাপদ নৌপথ নিশ্চিত করেছিল।

শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, “যদি একটি ব্যাপক যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে অন্তত দুটি ক্ষেত্রে সীমিত চুক্তি দরকার—জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ রাখা এবং কৃষ্ণ সাগরে বাণিজ্যিক নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বলেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবী-উত্তরা থেকে গ্রেপ্তার ৩১

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দৌলতখানে জামায়াতের নেতাকর্মীর ওপর বিএনপির হামলা, আহত ২০

এলাকার খবর
খুঁজুন