এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ইরান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০১: ৫৫
আপডেট : ১৪ জুন ২০২৫, ০২: ১৬

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরাইল। এর জবাবে এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে ইরান। তেল আবিব ও জেরুজালেমে এ হামলা চালানো হয়। ফলশ্রুতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী তদসংলগ্ন এলাকায় সাইরেন বাজাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তেল আবিব ও জেরুজালেমে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের কাছে বিস্ফোরণ হয়েছে। হায়ুম জানিয়েছে, দেশটির ৭টি জায়গায় রকেট আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে। পাশাপাশি সর্বসাধারণকে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বলেছে, সর্বোচ্চ নেতা আলী খামেনির নির্দেশে তারা ইসরাইলের মিলিটারি ও আকাশ প্রতিরক্ষা ক্যাম্পগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে শুক্রবার ভোরে তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ কমপক্ষে ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত