কাশাগান তেল ক্ষেত্র থেকে ৫০,০০০ মেট্রিক টন অপরিশোধিত ক্রুড তেল চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাজাখস্তান। সম্প্রতি সিপিসি (ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম)–এর বাল্টিক সাগর টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলার পর এমন সিদ্ধান্তে এসেছে কাজাখস্তানের কর্তৃপক্ষ।
গত মাসের ওই হামলায় সিপিসির একটি গুরুত্বপূর্ণ সিঙ্গেল-পয়েন্ট মুরিং (এসপিএম) ক্ষতিগ্রস্ত হওয়ায় রপ্তানি সক্ষমতা কমে যায়। বিশ্বের মোট অপরিশোধিত তেলের সরবরাহের প্রায় ১ শতাংশ নিশ্চিত করে সিপিসি। সিপিসির এই তেল সরবরাহ কাজের অংশীদারিত্বে কাজাখস্তানের পাশাপাশি রয়েছে রাশিয়া ও মার্কিন যুক্ত রাষ্ট্রের বিভিন্ন কোম্পানি।
রয়টার্সকে দুটি সূত্র থেকে জানানো হয়েছে, ডিসেম্বরেই কাশাগান ক্ষেত্র থেকে প্রথমবারের মতো চীনে ৫০,০০০ মেট্রিক টন ক্রুড তেল পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। কাজাখস্তানের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, হামলার পরেও রপ্তানি পুরোপুরি বন্ধ হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে তেল পুনর্বণ্টনের কাজ জরুরি ভিত্তিতে চলছে।
কাশাগানের বেশিরভাগ তেল সাধারণত সিপিসির মাধ্যমে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরে যায়। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এ অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে কাজাখস্তান ও রাশিয়া। কাশাগান ক্ষেত্রটি সাম্প্রতিক দশকের অন্যতম বৃহৎ আবিষ্কার, যা পরিচালনা করছে এনি, শেল, টোটালএনার্জি, এক্সনমোবিল, কাজমুনেগ্যাজ, ইনপেক্স এবং সিএনপিসি।

