
আমার দেশ অনলাইন

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এতে বাসটিতে আগুন ধরে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাক্কা লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ১২ জন যাত্রী কোনোক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকিরা বাসের ভিতরেই আটকে পড়েন।
দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বাসে যারা আটকে পড়েছেন, তারা সকলেই দগ্ধ হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি যে কতজন মারা গেছেন।
এই দুঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আরএ

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এতে বাসটিতে আগুন ধরে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাক্কা লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ১২ জন যাত্রী কোনোক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকিরা বাসের ভিতরেই আটকে পড়েন।
দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বাসে যারা আটকে পড়েছেন, তারা সকলেই দগ্ধ হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি যে কতজন মারা গেছেন।
এই দুঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আরএ

গাজায় ত্রাণ প্রবেশ নির্বিঘ্ন করতে রাফাহ ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ইসরাইলকে আরো বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, গাজায় ত্রাণ সরবরাহের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম।
১২ মিনিট আগে
ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে এবার হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওভাল অফিসেও দীপাবলি উৎসবের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদযাপন নিয়ে বিভিন্ন সামাজিকমাধ্যমে নেতিবাচক মন্তব্যের (হেট স্পিচ) ঝড় ওঠে।
১ ঘণ্টা আগে
চলতি বছর রেকর্ড তৈরি করা গরমের পর আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো মশার উপদ্রব দেখা গেছে। শীতপ্রধান দেশটি বিশ্বের মশামুক্ত দুই অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল। মশামুক্ত অপর অঞ্চল অ্যান্টার্কটিকা।
৩ ঘণ্টা আগে
হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
৩ ঘণ্টা আগে