ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নাটকীয় অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে।’
মঙ্গলবার জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘ মনে করছে— এই অভিযান আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া কিংবা বলপ্রয়োগ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

