আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে পিঠে ফোন ঠেকিয়ে বাংলাদেশি যাচাই, তীব্র বিতর্ক

আমার দেশ অনলাইন

ভারতে পিঠে ফোন ঠেকিয়ে বাংলাদেশি যাচাই, তীব্র বিতর্ক
ছবি: হিন্দুস্তান টাইমস

অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করার হুমকি দিয়ে চলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে সম্প্রতি দেশের দুই শীর্ষ নেতাকেও হার মানিয়ে দিয়েছেন উত্তর প্রদেশের কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার অজয় শর্মা। শুধু পিঠে স্মার্টফোন ঠেকিয়েই তিনি বলে দিচ্ছেন কে ভারতীয় আর কে বাংলাদেশি।

বাংলাদেশি সন্দেহে ভারতীয়দের হেনস্তার এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উত্তর প্রদেশ পুলিশের এমন অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, ভয় দেখিয়ে বস্তিবাসীকে হেনস্তা করা হচ্ছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে গাজিয়াবাদ পুলিশ ।

বিজ্ঞাপন

সাধারণত নাগরিকত্ব যাচাই করার ক্ষেত্রে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু উত্তর প্রদেশের পুলিশ পিঠে স্মার্টফোন ঠেকিয়ে বলে দিচ্ছে কে বাংলাদেশি। একটি ভিডিওতে দেখা যায়, কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার অজয় শর্মা বস্তি এলাকায় তল্লাশি চালাচ্ছেন। সেখানে এক বৃদ্ধের পিঠে একটি স্মার্টফোন ঠেকিয়ে তিনি দাবি করছেন, ওই ব্যক্তি বাংলাদেশি। ভিডিওতে পুলিশকে বলতে শোনা যায়, ‘মিথ্যা বোলো না; আমাদের কাছে মেশিন আছে, যা দিয়ে মিথ্যা ধরা যায়।’ ওই পরিবার প্রকৃতপক্ষে বিহারের আরারিয়ার বাসিন্দা। ওই পরিবার বারবার দাবি করে যে তারা ভারতীয়। মোবাইল ফোনে নিজেদের নথিপত্রও দেখান তারা। কিন্তু উপস্থিত পুলিশ তাতে কর্ণপাত করেনি।

পেশায় মাছ বিক্রেতা সিদ্দিক জানান, ১৯৮৭ সাল থেকে তিনি গাজিয়াবাদে বসবাস করছেন, তার পরও তাদের বাংলাদেশি বলে ভয় দেখানো হয়েছে।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশের এই আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়। তবে ভিডিওর সত্যতা এবং পুলিশের আচরণের ধরন খতিয়ে দেখতে ইন্দিরাপুরম সার্কেলের এসিপিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত সংবেদনশীল এলাকায় অপরাধ রুখতে এবং জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ এ ধরনের মহড়া চালায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন