আমার দেশ

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা ‘অগ্রহণযোগ্য’: ওলাফ শলৎস

আন্তর্জাতিক ডেস্ক
গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা ‘অগ্রহণযোগ্য’: ওলাফ শলৎস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা উত্থাপন করার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের বিষয়টি ‘অগ্রহণযোগ্য’ হবে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক প্রকাশ্য বিবৃতির আলোকে আমি খুব স্পষ্টভাবে বলেছি যে, গাজার নাগরিকদের মিশর বা জর্ডানে বহিষ্কার করা হবে এমন ধারণা যে কোনো স্থানান্তর পরিকল্পনা অগ্রহণযোগ্য৷

গতকাল এক বক্তব্যে শোলজ দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকার দায়িত্ব নিতে হবে। শান্তি কেবল তখনই আসতে পারে যখন সেখানে একটি স্ব-শাসিত ভবিষ্যতের আশা থাকে।

তিনি বলেন, যারা বিশ্বাস করে যে ফিলিস্তিনি রাষ্ট্রে পশ্চিম তীর ও গাজার স্বায়ত্তশাসনের ভিত্তিতে নয় এমন অঞ্চলে শান্তির সুযোগ থাকতে পারে- এটি কাজ করবে না।

সূত্র: দ্য নিউ আরব

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন