আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মক্কায় ‘হজ গ্রাম’ নির্মাণের পরিকল্পনা ইন্দোনেশিয়ার

আতিকুর রহমান নগরী

মক্কায় ‘হজ গ্রাম’ নির্মাণের পরিকল্পনা ইন্দোনেশিয়ার
ছবি: জাকার্তা গ্লোব

সৌদি আরবের পবিত্র মক্কা নগরে ‘হজ গ্রাম’ নির্মাণের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। বর্তমানে জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। হজ ও ওমরাহের সময় ইন্দোনেশিয়ার নাগরিকরা এখানে থাকবেন। খবর জাকার্তা গ্লোবের।

ইন্দোনেশিয়ার বিনিয়োগ বিষয়ক মন্ত্রী রোসান রোয়েসলানি বুধবার বলেছেন, তাদের দেশের হজযাত্রীদের আবাসন এবং যাতায়াত উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চূড়ান্ত করতে রয়্যাল কমিশন ফর মক্কা সিটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী রোসান জানান, ‘সৌদি আরবের কাছে এ প্রকল্পের জন্য ২৫ থেকে ৮৫ হেক্টর জমি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু জমি মসজিদ আল-হারাম থেকে মাত্র এক কিলোমিটার দূরে।’

রোসানের মতে, প্রস্তাবিত কিছু প্লট মক্কার কেন্দ্রীয় এলাকা সংলগ্ন; যা ইন্দোনেশিয়ার মুসল্লিদের জন্য বিশ্বের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থান মসজিদ আল-হারামে প্রবেশের জন্য সুবিধাজনক।

সৌদি আরবের পরিকল্পিত আইনি সংস্কারের পর এই প্রকল্পটি গতি পেয়েছে। যার ফলে প্রথমবারের মতো বিদেশী প্রতিষ্ঠানগুলোকে মক্কায় জমির মালিকানা দেওয়ার অনুমতি দেওয়া হবে। নতুন আইনটি ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

রোসান বলেন, ‘জানুয়ারি থেকে বিদেশী প্রতিষ্ঠানগুলোকে মক্কায় জমি কেনার অনুমতি দেওয়া হবে। আমরা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাই।’

তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। চূড়ান্ত হওয়ার পর, জমির ওপর ইন্দোনেশিয়ার পূর্ণ মালিকানা থাকবে এবং তীর্থযাত্রীদের চাহিদা অনুযায়ী অবকাঠামো নকশা ও নির্মাণ করা হবে।

জমি চুক্তির পাশাপাশি, ইন্দোনেশিয়ার সরকারকে হজ গ্রামের জন্য একটি বিস্তৃত মাস্টার প্ল্যান জমা দিতে হবে। যার মধ্যে জোনিং এবং অবকাঠামো নকশা অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনা পর্বটি ২০২৫ সালের অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...