আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ম্যাক্রোঁর স্পষ্ট ঘোষণা: ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

ম্যাক্রোঁর স্পষ্ট ঘোষণা: ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা সম্ভব নয়

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের কোনো ভূখণ্ডসংক্রান্ত আলোচনা হওয়া উচিত নয়। বৃহস্পতিবার ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

তুরস্কভিত্তিক গণমাধ্যটির প্রতিবেদনে বলা হয়, বুধবার এক ভার্চুয়াল সম্মেলনের পর সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট বলেন, শান্তিচুক্তিতে দখলকৃত অঞ্চলগুলোর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে সরাসরি যুক্ত।

ম্যাক্রোঁ বলেন, এই মুহূর্তে কোনো গুরুতর বা বাস্তবসম্মত ভূখণ্ড বিনিময় পরিকল্পনা নেই। তার মতে, যে কোনো ধরনের আঞ্চলিক সমাধান অবশ্যই সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতি ও সম্মতিতে হতে হবে। বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টের অংশগ্রহণ ছাড়া এই বিষয়ে আলোচনা অসম্ভব।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র–রাশিয়ার বৈঠক স্বাভাবিক হলেও, ইউরোপের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন যে কোনো ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।

ফরাসি প্রেসিডেন্টের মতে, আসন্ন শান্তি আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং প্রয়োজনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজও প্রস্তুত রাখা হবে।

এ সময় ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্তা বলেন, রাশিয়ার ওপর অবিচ্ছিন্ন চাপ বজায় রাখতে হবে, ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সমর্থন জোরদার করতে হবে এবং বিশ্বব্যাপী সহায়ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার মতে, ইউক্রেন সংকটের সমাধান আন্তর্জাতিক সংহতি ও দৃঢ় কূটনৈতিক কৌশলের মাধ্যমে সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...