আন্তর্জাতিক ডেস্ক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের কোনো ভূখণ্ডসংক্রান্ত আলোচনা হওয়া উচিত নয়। বৃহস্পতিবার ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
তুরস্কভিত্তিক গণমাধ্যটির প্রতিবেদনে বলা হয়, বুধবার এক ভার্চুয়াল সম্মেলনের পর সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট বলেন, শান্তিচুক্তিতে দখলকৃত অঞ্চলগুলোর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে সরাসরি যুক্ত।
ম্যাক্রোঁ বলেন, এই মুহূর্তে কোনো গুরুতর বা বাস্তবসম্মত ভূখণ্ড বিনিময় পরিকল্পনা নেই। তার মতে, যে কোনো ধরনের আঞ্চলিক সমাধান অবশ্যই সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতি ও সম্মতিতে হতে হবে। বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টের অংশগ্রহণ ছাড়া এই বিষয়ে আলোচনা অসম্ভব।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র–রাশিয়ার বৈঠক স্বাভাবিক হলেও, ইউরোপের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন যে কোনো ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।
ফরাসি প্রেসিডেন্টের মতে, আসন্ন শান্তি আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং প্রয়োজনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজও প্রস্তুত রাখা হবে।
এ সময় ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্তা বলেন, রাশিয়ার ওপর অবিচ্ছিন্ন চাপ বজায় রাখতে হবে, ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সমর্থন জোরদার করতে হবে এবং বিশ্বব্যাপী সহায়ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার মতে, ইউক্রেন সংকটের সমাধান আন্তর্জাতিক সংহতি ও দৃঢ় কূটনৈতিক কৌশলের মাধ্যমে সম্ভব।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের কোনো ভূখণ্ডসংক্রান্ত আলোচনা হওয়া উচিত নয়। বৃহস্পতিবার ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
তুরস্কভিত্তিক গণমাধ্যটির প্রতিবেদনে বলা হয়, বুধবার এক ভার্চুয়াল সম্মেলনের পর সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট বলেন, শান্তিচুক্তিতে দখলকৃত অঞ্চলগুলোর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে সরাসরি যুক্ত।
ম্যাক্রোঁ বলেন, এই মুহূর্তে কোনো গুরুতর বা বাস্তবসম্মত ভূখণ্ড বিনিময় পরিকল্পনা নেই। তার মতে, যে কোনো ধরনের আঞ্চলিক সমাধান অবশ্যই সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতি ও সম্মতিতে হতে হবে। বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টের অংশগ্রহণ ছাড়া এই বিষয়ে আলোচনা অসম্ভব।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র–রাশিয়ার বৈঠক স্বাভাবিক হলেও, ইউরোপের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন যে কোনো ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।
ফরাসি প্রেসিডেন্টের মতে, আসন্ন শান্তি আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং প্রয়োজনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজও প্রস্তুত রাখা হবে।
এ সময় ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্তা বলেন, রাশিয়ার ওপর অবিচ্ছিন্ন চাপ বজায় রাখতে হবে, ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সমর্থন জোরদার করতে হবে এবং বিশ্বব্যাপী সহায়ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার মতে, ইউক্রেন সংকটের সমাধান আন্তর্জাতিক সংহতি ও দৃঢ় কূটনৈতিক কৌশলের মাধ্যমে সম্ভব।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৭ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৯ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে