আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত
ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতের মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই ফিতনা আল-খারিজের সদস্য। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তান ও কুর্রাম জেলায় এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ভারতের প্রক্সি ফিতনা আল-খারিজের ১১ সদস্য নিহত হয়।

বিজ্ঞাপন

এতে আরে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলি বিনিময়ে ছয় সন্ত্রাসী নিহত হয়।

আরেকটি অভিযান চালনো হয় কুর্রাম জেলায়। সেখানে নিহত হয় পাঁচ সন্ত্রাসী।

আইএসপিআর জানায়, নিহত ভারতীয় মদদপুষ্ট খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...