সৌদি সাংবাদিক-সিরীয় রাজনীতিকের ইসরাইল সফর

শেষ পর্যন্ত কি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে আরবরা?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৯: ৩৭

সম্প্রতি ইসরাইল সফর করেছেন সৌদি আরবের এক সিনিয়র সাংবাদিক এবং সিরিয়ার এক ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনীতিবিদ। সফরে তারা ইসরাইলের পার্লামেন্ট সফর করাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহাবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাদের এ ‘ঐতিহাসিক সফর’ এর পর মনে করা হচ্ছে, ওপরে ওপরে অনেক কথা বলা হলেও শেষ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেই এগিয়ে যাচ্ছে আরব দেশগুলো।

বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সিনিয়র সাংবাদিক আবদুলআজিজ আল-খামিস এবং সিরীয় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনীতিবিদ শাদি মার্তিনি ইসরাইলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

সেখানে তারা ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে খোলামেলা সম্পর্ক গঠনের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এবং সম্পর্ক স্বাভাবিক করা আহ্বানও জানান। আল-খামিস বলেন, ইরানকে পরাজিত করার পর ইসরাইল এখন নজিরবিহীন সামরিক আধিপত্যের অধিকারী।

তিনি আরো বলেন, ২০২০ সালে ইসরাইল ও চারটি আরব দেশের মধ্যে খোলামেলা সম্পর্ক গড়ে তোলার জন্য যে চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়েছিল—যা ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত—তা “এই অঞ্চলকে অগ্নিগর্ভ হয়ে ওঠা থেকে রোধ করতে পারে।

এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে স্বাক্ষরিত হয় এবং ইসরাইল যেসব দেশের সঙ্গে স্বাক্ষর করে, তারা হলো: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।

আল-খামিস বলেন, সৌদি আরবের দৃষ্টিভঙ্গিতে স্বাভাবিকীকরণ কোনো দ্বিপাক্ষিক চুক্তি নয়, বরং এটি একটি আঞ্চলিক পুনঃসমন্বয়, আর এই পুনঃসমন্বয়ের মধ্যেই থাকতে হবে একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত পথ।

সৌদি আরব দীর্ঘদিন ধরে বলে আসছে, ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী নিজেদের স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

অনুষ্ঠানের আয়োজন করেছিল যে লবি, সেটা হচ্ছে ইসরাইলের বিরোধীদলীয় এমপি রাম বেন বারাক, গিলাদ কারিভ ও আলোন শুস্টার যৌথভাবে প্রতিষ্ঠা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত