আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানাতে ইসরাইলকে ফ্রান্সের আহ্বান

আমার দেশ অনলাইন

সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানাতে ইসরাইলকে ফ্রান্সের আহ্বান
ছবি: মিডল ইস্ট মনিটর

সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। দামেস্কে ইসরাইলের হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এ আহ্বান জানালো প্যারিস। খবর মিডল ইস্ট মনিটরের।

গত শুক্রবার ইসরাইলি সেনাবাহিনীর চালানো হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়। সিরিয়ায় ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিন-ব্যাপটিস্ট ফাইভরে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে বিচ্ছিন্নতা চুক্তি অনুযায়ী সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব স্বীকার করে ফ্রান্স।’

বিজ্ঞাপন

ইসরাইলের সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের নিহতের বিষয়ে তার দেশের উদ্বেগ তুলে ধরেন তিনি।

পুরো অঞ্চলের কল্যাণের জন্য সিরিয়াকে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার কেন্দ্রে পরিণত করার চলমান প্রচেষ্টায় জড়িত হতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জিন-ব্যাপটিস্ট ফাইভরে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরাইল সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা এবং দক্ষিণ প্রদেশগুলোতে ৪০০ টিরও বেশি আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে।

২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর, ইসরাইল সিরিয়ার গোলান মালভূমিতে বাফার জোন দখল করে নেয়, যা ১৯৭৪ সালের সিরিয়ার সঙ্গে চুক্তির লঙ্ঘন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন