আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে: ট্রাম্প

ভেনেজুয়েলার তেল বিক্রির আয় দিয়ে দেশটি শুধু যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর ভিত্তি করে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তির লাভের অর্থ দিয়েই মার্কিন পণ্য কেনা হবে।

বিজ্ঞাপন

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “আমাকে জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধু আমেরিকায় তৈরি পণ্যই কিনবে।”

তিনি আরও জানিয়েছেন, এসব পণ্যের মধ্যে থাকবে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন