আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

আমার দেশ অনলাইন

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আলেপ্পোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী কুর্দী নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন এক বিবৃতিতে জানায়, যাত্রী, বিমান ক্রু এবং বিমানবন্দরের কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, স্থগিতাদেশের সময়কালে নির্ধারিত সব ফ্লাইট দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হবে, যতক্ষণ না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তিগত এবং নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম শেষ হয়।

বিজ্ঞাপন

বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক এবং অস্থায়ী’ বলে বর্ণনা করেছে। স্থগিতাদেশের সময়কাল শেষ হওয়ার পরে বা নতুন কোনো ঘটনা ঘটলে পরবর্তীতে তা জানানো হবে।

যাত্রীদের ফ্লাইটের বিষয়ে তথ্যের জন্য তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আলেপ্পোয় সন্ত্রাসী হামলার জন্য ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বাধীন এসডিএফকে দায়ী করা হচ্ছে। ওই হামলায় এক সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন