আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি হোনোলুলুর উদ্দেশে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়। বিমানটি প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন, ‘লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। পাইলট ও ক্রু সদস্যদের জন্য প্রার্থনা করুন।’

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর শতাধিক সদস্য। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন