মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলের ইয়েসদাশে শহরে জান্ত বাহিনীর ওপর প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এ হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে নেপিদো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) দাবি করেছে, সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিমে জান্তা অবস্থানের ওপর সমন্বিত হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য ছিল নদীর পশ্চিম তীরের দোয়েতান ও খিনতানলে গ্রাম এবং পূর্ব তীরের ওমিয়াতু গ্রামের জান্তা ফাঁড়ি।
পিডিএফ জানায়, দোয়েতানের কাছে একটি ক্যাম্প লক্ষ্য করে মঙ্গলবার প্রথম হামলাটি চালানো হয় সকাল সাড়ে ৭টায়। সেখানে প্রায় ৪০ সেনা অবস্থান করছিল। এর মধ্যে নিহত হয় দুজন। সেখান থেকে কিছু গোলাবারুদও জব্দ করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর দোয়েতান ক্যাম্পকে সহায়তার জন্য প্রায় ৭০ জান্তা সেনার একটি দল সেখানে যাওয়ার সময় ওই বহরে হামলা চালায় প্রতিরোধ বাহিনী। এত নিহত হয় অন্তত ২০ সেনা।
একইদিন দুপুরে ওয়েমিয়াতু গ্রামে পৃথক হামলায় আরো ২০ সেনা নিহত হয়। প্রতিরোধ বাহিনী গ্রামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেয়। বন্দি করা হয় তিনজনকে। জব্দ করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কানাডায় বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়