আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজস্ব সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির ঘোষণা তুরস্কের

আমার দেশ অনলাইন
নিজস্ব সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির ঘোষণা তুরস্কের

তুরস্ক দেশীয় কোম্পানিগুলোর চাহিদা মেটাতে এবং বিদেশী নির্ভরতা এড়াতে নিজস্ব সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছে। শুক্রবার দেশটির গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এনা ভেঞ্চার ক্যাপিটালের কৌশল উপদেষ্টা মেহমেত উনার জানান, তহবিলটি প্রাথমিক পর্যায়ের তুর্কি এআই স্টার্টআপগুলিতে প্রধান বিনিয়োগকারী হিসাবে কাজ করবে। বিনিয়োগ মূলত এআই, ক্লাউড কম্পিউটিং এবং সাইবার নিরাপত্তা খাতে প্রাক-বীজ এবং বীজ পর্যায়ের স্টার্টআপগুলিতে কেন্দ্রীভূত।

উনার বলেন, “আমরা টেক অফ ইস্তাম্বুল ২০২৫ এ চারটি সংস্থার সঙ্গে অংশ নিচ্ছি—অরবিনা এজেন্টিক এআই, এনলাইটি, ম্যাজিকপে এবং ক্লাউডফ্লেক্স।” তিনি উল্লেখ করেন, অরবিনা তুরস্কে বৃহৎ ভাষা মডেল (LLM) তৈরি করেছে এবং সরকারি ও বেসরকারি খাতে বড় প্রকল্প বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, নুভেনা সংস্থার মাধ্যমে তুরস্কে ডেটা সেন্টারের ক্ষমতা তৈরি করা হচ্ছে এবং তার উপর একটি সার্বভৌম এআই স্তর স্থাপন করা হবে, যাতে দেশীয় সংস্থাগুলো বিদেশী সমাধানের পরিবর্তে নিজ দেশে তৈরি হার্ডওয়্যার ও প্রযুক্তি ব্যবহার করতে পারে।

উনারের মতে, “এই উদ্যোগ তুরস্কের এআই স্টার্টআপগুলোকে শক্তিশালী ভিত্তি প্রদান করবে এবং দেশের প্রযুক্তি সক্ষমতা স্বয়ংসম্পূর্ণ করবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন