চীন-তাইওয়ান-হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১০
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৫
ছবি: এনডিটিভি

ফিলিপাইনে আঘাত হানার পর এবার চীন, তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা। প্রবল ঝড়োবৃষ্টিতে ফিলিপাইনে তিনজন মারা গেছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে। খবর আল জাজিরার।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুয়াংডং প্রদেশের শেনজেন শহর এবং জুয়েন কাউন্টির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানবে। এরইমধ্যে চীনের ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেন থেকে চার লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ‘ঝড়োবৃষ্টি, তীব্র বাতাস, ঢেউ এবং বন্যার’ সতর্কতা জারি করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ।

রিাগাসার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে দিয়েছে হংকং।

হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ (মঙ্গলবার) ভোরে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে বয়ে আসা ঘূর্ণিঝড় রাগাসার কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ২২০ কিলোমিটার।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং বিমানবন্দর খোলা থাকবে, তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন পর্যন্ত বিমান চলাচল ব্যাহত হতে পারে।

তাইওয়ানের পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত