পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলো সিরিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৪
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৫
ছবি: বার্তা সংস্থা সানা

সিরিয়ার নতুন প্রশাসনের অধীনে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সংসদীয় নির্বাচন। রোববার বার্তা সংস্থা সানা একথা জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এটাই হবে প্রথম সংসদ নির্বাচন। খবর বার্তা সংস্থা সানার।

সানার প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনের মাধ্যমে গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর নতুন সংসদ একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান ব্যবস্থা সিরিয়ার প্রান্তিক সম্প্রদায়ের পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে না।

যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্থিতিশীল করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এ ঘোষণা এলো।

সানা জানিয়েছে, ২১০ সদস্যের পিপলস অ্যাসেম্বলির জন্য সকল নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হবে।

পিপলস অ্যাসেম্বলির এক-তৃতীয়াংশ আসন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিয়োগ করবেন।

কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল যে সেপ্টেম্বরে ভোটগ্রহণ হবে।

মার্চ মাসে শারা'র নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সময়কাল পরিচালনার জন্য একটি সাংবিধানিক ঘোষণা জারি করে সিরিয়া।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত