আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্প ‘বদলাবেন না’- বৈঠকের পর জেলেনস্কি

আমার দেশ অনলাইন

ট্রাম্প ‘বদলাবেন না’- বৈঠকের পর জেলেনস্কি
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘বদলাবেন না’।

বিজ্ঞাপন

যদিও বৈঠকটিকে ভালো এবং ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেন তিনি এবং ট্রাম্পকে কথা বলার সময় বের করার জন্য ধন্যবাদ জানান।

ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ঘন্টাব্যাপী বৈঠকের পর, জেলেনস্কি দাভোসে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

তিনি বলেন, “আমেরিকা তার অবস্থান বদলাচ্ছে, কিন্তু ঠিক কীভাবে বদলাচ্ছে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, এই গতির সঙ্গে ইউরোপ কীভাবে তাল মিলাবে?”

ইউক্রেনের বিষয়ে ইউরোপ পদক্ষেপ এড়িয়ে চলছে বলেও অভিযোগ করেন তিনি।

“কিছু ইউরোপীয় নেতা ইউরোপের হলেও, তারা ইউরোপের পক্ষে নন।” আবার কিছু ইউরোপীয় নেতা “খুবই শক্তিশালী”, কিন্তু তারা সবসময় অন্য কারও কাছ থেকে নির্দেশনা চান। কতদিন শক্ত অবস্থানে থাকতে হবে, সেটাও জানতে চান।

জেলেনস্কির ভাষায়, এভাবে কোনো বড় শক্তি পরিচালিত হয় না এবং "ইউরোপকে নিজেদের রক্ষা করতে হবে"। তার মতে, বর্তমানে যে চ্যালেঞ্জগুলোর মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেগুলো “ইউরোপীয় জীবনধারার জন্যই বড় চ্যালেঞ্জ।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন