মরক্কোতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন ২এম টিভি। রাজধানী রাবাত থেকে ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অবস্থিত আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফি এই বন্যার কবলে পড়ে। প্রবল বর্ষণের ফলে এমন আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স আরো জানিয়েছে, বন্যার পর ১৪ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, রোববারের এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পানিতে পুরাতন শহর সাফির ঘরবাড়ি ও দোকানপাট, গাড়ি ভেসে যায় এবং আশেপাশের এলাকার অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যায়।
সাত বছরের খরার পর মরক্কোর আটলাস পর্বতমালায় ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হচ্ছে।

