রাশিয়ার কামচটকার উপকূল সংলগ্ন এলাকায় ৮.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভোরে এই তীব্র কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি।
এদিকে কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকা ও জাপান। উপকূলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার রিজিওনাল গভর্নর।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৯.৩ কিলোমিটার গভীরে। অগভীর ভূকম্পনের প্রভাব সবচেয়ে বেশি হয়। সুনামির ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিস্তীর্ণ উপকূলে সর্বোচ্চ ১ মিটার উচ্চতায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। বিপজ্জনক উচ্চতায় সুনামির ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

