আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারো রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা, তীব্র নিন্দা চীনের

আমার দেশ অনলাইন
আবারো রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা, তীব্র নিন্দা চীনের

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নিষেধাজ্ঞায় নয় বরং সংলাপ এবং আলোচনাই কার্যকর উপায়।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে জানান, চীন দৃঢ়ভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং চীন বর্তমান কোন সংকটের স্রষ্টা, বা এর কোন পক্ষও নয়।"

এসময় তিনি ইইউর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চীন সম্পর্কে এমন কোনো ইস্যু তৈরি করবেন না যা চীনের স্বার্থকে অবমূল্যায়ন করে ।

এর আগে ইইউ কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, "তারা নিষেধাজ্ঞার ১৯তম প্যাকেজ ঘোষণা করেছেন। প্যাকেজটির আওতায় থাকবে রাশিয়ার ব্যাংক ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ক্রিপ্টো এক্সচেঞ্জ, ভারত ও চীনের অনেক প্রতিষ্ঠান ।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সমাধানের চেষ্টা চালান, তবে রাশিয়ার আক্রমণে তা ভন্ডুল হয়ে যায়। শান্তি প্রচেষ্টার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ায় রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে ইউরোপ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন