গাজা সীমান্তের কাছে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৩: ০২
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকির জন্য গাজা সীমান্তের কাছে ইসরাইলে একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এটি নির্মাণে ব্যয় হবে ৫০০ মিলিয়ন ডলার। খবর বার্তা সংস্থাআনাদোলুর

ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক ইয়েদিওথ আহরোনোথ নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন গাজা সীমান্ত এলাকায় একটি বড় সামরিক ঘাঁটি স্থাপন করতে চাইছে।

বিজ্ঞাপন

সূত্রের বরাত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এই ঘাঁটিতে একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স থাকবে, যারা গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

এতে আরো বলা হয়, ঘাঁটিতে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন থাকবে।

সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, এই প্রকল্পটি হবে ‘ইসরাইলি ভূখণ্ডে প্রথম বড় আকারের মার্কিন সামরিক স্থাপনা, যা গাজায় যুদ্ধোত্তর স্থিতিশীলতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা এরআগে নিশ্চিত করেছিলেন, ‘গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন হবে না।’

বর্তমানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাটে বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্রে দুইশ’ মার্কিন সামরিক কর্মী মোতায়েন রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা জানান, মার্কিন সামরিক ঘাঁটিটি গাজায় মানবিক সাহায্য বিতরণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে বলে আশা করা হচ্ছে।

ইসরাইলি সংবাদপত্রটি পরিকল্পিত স্থাপনার সঠিক অবস্থান নির্দিষ্ট করেনি।

প্রতিবেদনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত