পেহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের পক্ষে মার্কিন সাবেক মন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৬: ৩৪
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২১: ১২

এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেলও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবির পক্ষে সহমত পোষণ করেছেন।

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার নেপথ্যে কে বা কারা তা তদন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ অন্য মন্ত্রীরা আন্তর্জাতিক স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের আহ্বান জানিয়েছেন। কিন্তু তাদের ওই আহ্বানে সাড়া না দিয়ে ভারত একতরফাভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে। এর ফলে উভয় দেশের মধ্যে অব্যাহতভাবে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে জিও নিউজ প্রোগ্রাম ‘ক্যাপিটাল টক’-এ সাংবাদিক হামিদ মীরের সঙ্গে কথা বলছিলেন রবিন রাফেল। তিনিও পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, পেহেলগাম হামলার বিষয়ে পাকিস্তান যে পক্ষপাতহীন তদন্তের প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক।

মার্কিন সাবেক এ মন্ত্রী পাকিস্তানকে দোষারোপ করার ভারতের বক্তব্যের সমালোচনা করে বলেন, একটি ঘটনা ঘটে যাওয়ার ৫ মিনিটের মধ্যে তার জন্য কাউকে অভিযুক্ত করা ভীষণভাবে অনুচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ভূমিকা রাখতে হবে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত