গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় যারা দায়ী তাদের পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ধাওয়া করার প্রতিজ্ঞা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি এ হামলার জন্য কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছেন।
ভারতের কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ নিরীহ পর্যটক নিহত হওয়ার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। হামলার পরপরই ভারত পাকিস্তানকে দায়ী করে সীমান্ত বন্ধ, ইন্দাস জলচুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিলসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
সিন্ধু পানি চুক্তি স্থগিত
অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। দেশটির পানি শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি গত বৃহস্পতিবার পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলী মুর্তজাকে লেখা এক আনুষ্ঠানিক চিঠিতে চুক্তিটি স্থগিত করার কথা জানান।