দক্ষিণ আফ্রিকায় ১৫০ ফিলিস্তিনি

আমার দেশ অনলাইন

দক্ষিণ আফ্রিকায় ১৫০ ফিলিস্তিনের আগমনকে কেন্দ্র করে রহস্যজনক এক ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির সরকার। জোহানেসবার্গে অবতরণ করা চার্টার্ড বিমানে থাকা এসব যাত্রীদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে এসেছেন। কিন্তু সঠিক ভ্রমণ নথি না থাকায় তাদের প্রায় ১২ ঘণ্টা টারম্যাকে আটকে রাখা হয়, যা মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনার জন্ম দেয়।
দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখেছে— কে এই ফ্লাইটের আয়োজক এবং কীভাবে নাইরোবির মাধ্যমে তাদের দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার সীমান্ত সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনিদের কাছে এমন কোনো বহির্গমন স্ট্যাম্প বা স্লিপ ছিল না যা সাধারণত ইসারাইলের কর্তৃপক্ষ গাজা ছেড়ে যাওয়া ব্যক্তিদের দিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এটিকে রহস্যজনক ও সন্দেহজনক অভিযান হিসেবে উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনিদের কার্যতই তাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিনের দূতাবাস জানিয়েছে, ভ্রমণের ব্যবস্থা করেছে একটি অনিবন্ধিত সংস্থা, যারা গাজার মানবিক সংকটকে কাজে লাগিয়ে পরিবারগুলোর কাছ থেকে অর্থ আদায় করেছে।
নাম প্রকাশ না করে ইসরাইলের সামরিক কর্মকর্তা বলেছেন, আল-মাজদ নামের একটি সংস্থা গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় প্রায় ১৫০ জন ফিলিস্তিনিকে পরিবহনের ব্যবস্থা করেছিল। তিনি বলেছেন, আল-মাজদ সংস্থাটি বাসগুলোকে পাহারা দিয়ে গাজা উপত্যকার একটি সভাস্থল থেকে কেরেম শালোম ক্রসিংয়ে নিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের ইসরাইলের র্যামন বিমানবন্দরে নিয়ে আসা হয়, যেখানে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়।
গিফট অফ দ্য গিভার্সের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ সুলিমান এই ঘটনার সঙ্গে ইসরাইল ফ্রন্ট অর্গানাইজেশন নামে পরিচিত ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ২৮ অক্টোবর ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নিয়ে অবতরণের পর এটি ছিল রহস্যজনক পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো দ্বিতীয় বিমান। আর কর্তৃপক্ষ এই বিমান আগমনের কোনো পূর্ব ঘোষণা দেয়নি।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর ১৩০ জনকে মানবিক কারণে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বাকিরা অন্য দেশে গেছেন বলে জানা গেছে। গিফট অফ দ্য গিভার্স নামের এনজিও অভিযোগ করেছে, যাত্রীরা জানতেন না তারা কোথায় যাচ্ছেনে এমনকি দুই দিনের যাত্রায় তারা কোনো খাবারও পাননি।
রামাফোসা বলেছেন, যদিও তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই, তবুও তারা একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ, তাই করুণা, সহানুভূতির বশবর্তী হয়ে, আমাদেরকে অবশ্যই তাদের গ্রহণ করতে হবে এবং তারা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা মোকাবিলা করতে সক্ষম হতে হবে।
এই ঘটনাকে মানবাধিকার সংস্থাগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার একটি নতুন কৌশল হিসেবে দেখছে। ইতোমধ্যে দুই বছরের যুদ্ধে গাজায় ৬৯,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো এই ফিলিস্তিনিরা ইসরাইলি নীতির সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
সূত্র: এনবিসিনিউজ।

দক্ষিণ আফ্রিকায় ১৫০ ফিলিস্তিনের আগমনকে কেন্দ্র করে রহস্যজনক এক ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির সরকার। জোহানেসবার্গে অবতরণ করা চার্টার্ড বিমানে থাকা এসব যাত্রীদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে এসেছেন। কিন্তু সঠিক ভ্রমণ নথি না থাকায় তাদের প্রায় ১২ ঘণ্টা টারম্যাকে আটকে রাখা হয়, যা মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনার জন্ম দেয়।
দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখেছে— কে এই ফ্লাইটের আয়োজক এবং কীভাবে নাইরোবির মাধ্যমে তাদের দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার সীমান্ত সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনিদের কাছে এমন কোনো বহির্গমন স্ট্যাম্প বা স্লিপ ছিল না যা সাধারণত ইসারাইলের কর্তৃপক্ষ গাজা ছেড়ে যাওয়া ব্যক্তিদের দিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এটিকে রহস্যজনক ও সন্দেহজনক অভিযান হিসেবে উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনিদের কার্যতই তাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিনের দূতাবাস জানিয়েছে, ভ্রমণের ব্যবস্থা করেছে একটি অনিবন্ধিত সংস্থা, যারা গাজার মানবিক সংকটকে কাজে লাগিয়ে পরিবারগুলোর কাছ থেকে অর্থ আদায় করেছে।
নাম প্রকাশ না করে ইসরাইলের সামরিক কর্মকর্তা বলেছেন, আল-মাজদ নামের একটি সংস্থা গাজা থেকে দক্ষিণ আফ্রিকায় প্রায় ১৫০ জন ফিলিস্তিনিকে পরিবহনের ব্যবস্থা করেছিল। তিনি বলেছেন, আল-মাজদ সংস্থাটি বাসগুলোকে পাহারা দিয়ে গাজা উপত্যকার একটি সভাস্থল থেকে কেরেম শালোম ক্রসিংয়ে নিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের ইসরাইলের র্যামন বিমানবন্দরে নিয়ে আসা হয়, যেখানে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়।
গিফট অফ দ্য গিভার্সের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ সুলিমান এই ঘটনার সঙ্গে ইসরাইল ফ্রন্ট অর্গানাইজেশন নামে পরিচিত ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ২৮ অক্টোবর ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নিয়ে অবতরণের পর এটি ছিল রহস্যজনক পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো দ্বিতীয় বিমান। আর কর্তৃপক্ষ এই বিমান আগমনের কোনো পূর্ব ঘোষণা দেয়নি।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর ১৩০ জনকে মানবিক কারণে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বাকিরা অন্য দেশে গেছেন বলে জানা গেছে। গিফট অফ দ্য গিভার্স নামের এনজিও অভিযোগ করেছে, যাত্রীরা জানতেন না তারা কোথায় যাচ্ছেনে এমনকি দুই দিনের যাত্রায় তারা কোনো খাবারও পাননি।
রামাফোসা বলেছেন, যদিও তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই, তবুও তারা একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ, তাই করুণা, সহানুভূতির বশবর্তী হয়ে, আমাদেরকে অবশ্যই তাদের গ্রহণ করতে হবে এবং তারা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা মোকাবিলা করতে সক্ষম হতে হবে।
এই ঘটনাকে মানবাধিকার সংস্থাগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার একটি নতুন কৌশল হিসেবে দেখছে। ইতোমধ্যে দুই বছরের যুদ্ধে গাজায় ৬৯,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো এই ফিলিস্তিনিরা ইসরাইলি নীতির সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
সূত্র: এনবিসিনিউজ।

গত ১৩ নভেম্বরে গ্রীসের এয়ার ফোর্স একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট মুছে দিয়েছে, যেখানে তাদের সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোর ছবি প্রদর্শিত হয়েছিল। পোস্টটি তুরস্কের সি-১৩০ বিমান দুর্ঘটনার দুই দিনের কম সময় পর প্রকাশিত হওয়ায় তাত্ক্ষণিক সমালোচনার মুখে পড়েছে। ওই দুর্ঘটনায় ২০ জন সৈন্য নিহত হন।
১৭ মিনিট আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আজারবাইজানের দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানে সরকার। শুক্রবার (১৪ নভেম্বর) বাকুতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে শক্ত প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারি বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া ১২ জন এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের খোঁজে উদ্ধারকারীরা তৎপর রয়েছে। শনিবার স্থানীয় এক সরকারি কর্মকর্তা খবরটি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই বাধ্যতামূলক হিজাবসহ সামাজিক আচরণবিধি শিথিল হওয়ার প্রবণতা রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যম শুক্রবার এ খবর জানায়।
২ ঘণ্টা আগে